রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

শাহ আমানত বিমানবন্দরে ৬ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৩১ : পূর্বাহ্ণ
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে মাস্কাট থেকে আসা ওমান এয়ারের ফ্লাইট থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন প্রায় সাড়ে ৭ কেজি, যার আনুমানিক দাম ৬ কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাস্কাট থেকে আসা ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। ফ্লাইটের ৩৫-এফ সিটের পেছনের দিকে স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি দণ্ডাকৃতির বস্তুর মধ্যে স্বর্ণের বারগুলো বিশেষভাবে লুকানো ছিল। প্রতি বান্ডেলে ১৬টি করে মোট ৬৪টি স্বর্ণের বার পাওয়া যায়।

এর আগে গত ২৯ জানুয়ারি শাহ আমানত বিমানবন্দরে এক চিকিৎসকের পকেট থেকে চার পিস স্বর্ণের বার জব্দ করা হয়। ২৭ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. এম জেড এ শরীফ মিঠু নামের ওই চিকিৎসক বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে এবার চিকিৎসকের পকেটে মিললো ৪ স্বর্ণের বার

এর তিন দিন আগে বিমানবন্দরের ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার দাম ১ কোটি ৪০ লাখ টাকা।

আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে মিললো ১৪ স্বর্ণের বার

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর