সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ | ১৯ কার্তিক, ১৪৩১ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে হকার-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, গুলি, আহত ১০


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:৩৯ : অপরাহ্ণ
আজ বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় হকারদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি করে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে হকার, পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় হকারদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হন। সংঘর্ষ চলাকালে সিটি করপোরেশনের গাড়িসহ প্রায় ২০টি যানবাহন ভাঙচুর করা হয়।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় সিটি করপোরেশনের অবৈধ হকার উচ্ছেদ অভিযানের সময় এ ঘটনা ঘটে।

উচ্ছেদ অভিযানের সময় হকাররা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। অনেকে পুনর্বাসনের দাবি জানান। এ সময় চার হকারকে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দেন। এতে উত্তেজিত হয়ে উঠেন হকাররা।

চট্টগ্রামে হকার-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, গুলি, আহত ১০

পুলিশ বিক্ষোভকারী হকারদের ওপর লাঠিচার্জ করে এবং একপর্যায়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশে শটগান দিয়ে গুলি চালায়।

কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে গুলি ছুড়লেও কেউ গুলিবিদ্ধ হননি।

চট্টগ্রাম সম্মিলিত হকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীরন হোসেন বলেন, হকাররা বিক্ষোভ করায় ম্যাজিস্ট্রেট তিন হকারকে এক মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করায় এক হকারকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর হকাররা উত্তেজিত হয়ে নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করেন। এ সময় পুলিশ লাঠিপেটা করে এবং একপর্যায়ে গুলি চালায়।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছি। আমরা রাস্তা ও ফুটপাথ থেকে হকারদের উচ্ছেদ করেতে অভিযান চালাচ্ছিলাম। কিন্তু হকাররা এতে বাধা দেয় এবং ইট-পাটকেল ছুঁড়তে থাকে। শৃঙ্খলা বজায় রাখতে আমরা তাদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছি।’

মন্তব্য করুন


আরও খবর