শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

ভালো কথা বললেও আপনারা ক্ষেপেন কেন, সাংবাদিকদের আইনমন্ত্রী


রাজনীতি সংবাদ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় :২ ফেব্রুয়ারি, ২০২৪ ২:২৭ : অপরাহ্ণ
আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
Rajnitisangbad Facebook Page

‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে প্রয়োজনে ৫০ বছর সময় দিতে হবে’-এই বক্তব্যটি আপেক্ষিক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি তো বুঝলাম না, আপনাদের জন্য ভালো কথা বললেও আপনারা এরকম ক্ষেপেন কেন?’

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাস্যরস করে আনিসুল হক বলেন, ‘আমার দুঃখ হয় এই কারণে যে, আপনাদের (সাংবাদিক) জন্য ভালো কথা বললেও আপনারা এটাকে অন্যভাবে নেন। ব্যাপারটা হচ্ছে, আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে, তাদেরকে ধরার জন্য সবরকমের চেষ্টা করতে যদি সময় লাগে এবং আপেক্ষিকভাবে আমি বলেছি যে, ৫০ বছরও যদি লাগে তাদেরকে আমরা ধরবো। আপনারা মনে করেছেন যে ৫০ বছরও লাগবে।’

আইনমন্ত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, আসল অপরাধীকে ধরা উচিত। আমাদের আইনি কাঠামোতে যেটা বলা হয়-যে অপরাধী নয়, তাকে হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীকেই ধরতে হবে। সেই কারণেই আমি এই কথাটা বলেছি। আর আপনারা গেলেন ক্ষেপে।’

আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘পৃথিবীতে অনেক মামলা আছে, আমি যেই কারণে এই সময়ের কথাটা বলেছি। সেদিনও যুক্তরাজ্যে ৪২ বছর পরে একটা খুনের মামলার আসামিদেরকে ধরতে পেরেছে, ৪২ বছর পরে। আমেরিকায় কিছু দিন আগে ২৪ বছর পরে একটা খুনের মামলার রহস্য উদঘাটিত হয়েছে।’

আইনমন্ত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে, এখানে পুলিশ চেষ্টা করছে। তাদের তদন্ত চলছে এবং প্রকৃত আসামিকে এখন পর্যন্ত তারা তদন্তে ধরতে পারছে না, সেজন্যই তদন্তে সময় লাগছে।’

এ সময় আনিসুল হক সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা কি চান তদন্ত বন্ধ হয়ে যাক? এ জন্যই আমি বলেছি— এই তদন্ত যতক্ষণ পর্যন্ত অপরাধীকে না ধরা হবে, ততোদিন পর্যন্ত চলবে।’

আরও পড়ুন: সাগর-রুনি মামলার তদন্ত ৫০ বছর লাগলে ততোদিনই অপেক্ষা করতে হবে: আইনমন্ত্রী

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর