শনিবার, ১১ মে, ২০২৪ | ২৮ বৈশাখ, ১৪৩১ | ২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

দ্বাদশ সংসদের যাত্রা শুরু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ জানুয়ারি, ২০২৪ ৪:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

যাত্রা শুরু করেছে দ্বাদশ জাতীয় সংসদ। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনে অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে এই সংসদের অধিবেশন বসেছে।

নতুন সংসদের অধিবেশনের প্রথম দিন টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার নির্বাচনের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। এতে সমর্থন করেন জাতীয় সংসদের চিপ হুইপ নূর-ই আলম চৌধুরী।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কণ্ঠভোটে ড. শিরীন শারমিন চৌধুরী সর্বসম্মতক্রমে টানা চতুর্থবারের মতো দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।

পরে ডেপুটি স্পিকার ২০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করেন। এ সময় রাষ্ট্রপতির জাতীয় সংসদের কার্যালয়ে স্পিকারের শপথ অনুষ্ঠিত হয়।

ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এর আগে সংসদীয় দলের সভায় সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে মনোনীত করেছে।

জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। দ্বাদশ জাতীয় সংসদের এটি প্রথম অধিবেশন এবং ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সে অনুযায়ী অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৯ সালে ৩০ জানুয়ারি। সেই হিসাবে ২৯ জানুয়ারি শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ।

দ্বাদশ জাতীয় সংসদে রয়েছে অনন্য এক নজির। দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২৯৯টিতে। এর মধ্যে নির্বাচিত ৬২ জনই স্বতন্ত্র। তবে তাদের ৫৯ জনই আওয়ামী লীগ নেতা।

এর আগে কোনো নির্বাচনেই এত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়নি। যদিও এবার রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি। তবে দলটি থেকে নির্বাচিত প্রার্থীর তুলনায় স্বতন্ত্রদের সংখ্যা প্রায় ছয়গুণ বেশি, যা এবারই প্রথম।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর