রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

রাজপথে আজ মুখোমুখি বিএনপি-আ.লীগ



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০২৪ ১০:২৮ : পূর্বাহ্ণ

আড়াই মাস পর আবার রাজপথে নামছে আওয়ামী লীগ ও বিএনপি। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো একই দিনে কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি ও আওয়ামী লীগ।

আজ শনিবার সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকাসহ মহানগর পর্যায়ে কালো পতাকা মিছিল করবে বিএনপি। অপরদিকে ঢাকায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির কালো পতাকা মিছিল শুরু হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কারবন্দি নেতাকর্মীদের মুক্তি, ‘অবৈধ সংসদ’ বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করবে দলটি।

বিএনপির কালো পতাকা মিছিলে দলটির শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।

এই কর্মসূচি সফল করতে এরই মধ্যে দফায় দফায় বৈঠক করেছেন বিএনপি নেতারা। এই আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে বিএনপি। একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপির সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোট।

অন্যদিকে বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীতে বড় শোডাউন করার জন্য আওয়ামী লীগ মহানগরের থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের এই সমাবেশে অংশ নিতে নির্দেশ দিয়েছে। এ ছাড়া মহানগরীর সরকারদলীয় এমপি ও জনপ্রতিনিধিদেরও সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর