সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ভারত থেকে রাশিয়াগামী বিমান নিখোঁজ


প্রতীকী ছবি

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ জানুয়ারি, ২০২৪ ৪:০৩ : অপরাহ্ণ

ছয়জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি চার্টার্ড ফ্লাইট ভারত থেকে উড়াল দিয়ে আফগানিস্তানে নিখোঁজ হয় বলে আজ রোববার জানিয়েছে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিমানটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাচ্ছিলো। ফ্রান্সে তৈরি ডাসাল্ট অ্যাভিয়েশন কোম্পানির বিমান ছিল এটি।

এদিকে গতকাল শনিবার রাতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর দিয়েছে আফগান পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটিতে ছয়জন আরোহী ছিল।

আফগানিস্তানের স্থানীয় পুলিশ বলছে, গতকাল রাতে তারা একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র বলেছেন যে, উত্তর আফগানিস্তান পুলিশ বাদাখশান প্রদেশে একটি বিমান বিধ্বস্তের খবর পেয়েছে। আফগানিস্তানের সুদূর উত্তরে বাদাখশানের একটি দুর্গম পার্বত্য অঞ্চলে গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।

বিমানের ধরন, বিধ্বস্ত হওয়ার কারণ বা হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাদাখশানের প্রাদেশিক সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ আমিরি রয়টার্সকে বলেন, বিমান বিধ্বস্তের এলাকায় একটি উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। তবে সেটি খুবই প্রত্যন্ত অঞ্চল; প্রাদেশিক রাজধানী ফায়জাবাদ থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থিত। সেখানে পৌঁছাতে উদ্ধারকারী দলের ১২ ঘণ্টা লেগে যাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর