রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ জানুয়ারি, ২০২৪ ৩:০২ : অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্তভাবে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এর আগে গতকাল রোববার বিকেল ৩টায় ভোটের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ বলেছিলেন নির্বাচন কমিশন সচিব। এরপর বিকেল ৫টার দিকে ব্রিফিংয়ে সিইসি জানিয়েছিলেন, ৪০ শতাংশ ভোট পড়েছে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের হার নিয়ে কারও যদি কোনো সন্দেহ-দ্বিধা থাকে, ইউ কেন চ্যালেঞ্জ ইট এবং এটা পরীক্ষা করে দেখতে পারেন। রেজাল্টগুলো আসছে, যদি মনে করেন বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম; ওটাকে চ্যালেঞ্জ করে আমাদের অসততা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এখন ফাইনাল পারসেন্টেজটা হচ্ছে ৪১ দশমিক ৮ শতাংশ।’
গতকাল বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশ। এরপর ১ ঘন্টায় ভোটের ব্যবধান ১৩ শতাংশ বাড়ল কীভাবে-এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘বিকেল ৩টা না, সেটা ২টা পর্যন্ত রেজাল্ট ছিল। এটা আপনারা একটা কাজ করতে পারেন। টোটাল রেজাল্টটা যখন চলে আসে। আসার পরে কে কতটা ভোট পেল। ২৯৮টা সংসদীয় আসনের একজন দুইজন তিনজন চারজন ওটাকে যোগ করলে একটা যোগফল বের হয়। এটা কিন্তু খুব কঠিন নয়। লক্ষ লক্ষ কোটি কোটি নয় এটাকে যোগ করে এক্সেলে ফেলে দিলে পার্সেন্টেজটা টিপ দিলেই বেরিয়ে আসে।’
আরও পড়ুন:
নির্বাচনী নাটকের রহস্য বিশ্বের কাছে উন্মোচিত হয়েছে: মঈন খান