বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

সীতাকুণ্ডে প্রথমবারই বাজিমাত নৌকার মামুনের


এস এম আল মামুন

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০২৪ ৯:৩৯ : অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে প্রথমবারই নৌকা প্রতীক নিয়ে বাজিমাত করেছেন এস এম আল মামুন। তিনি ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট পেয়ে জিতেছেন।

আজ রোববার রাত ৯টার দিকে চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম-৪ আসনের ১২৪টি ভোটকেন্দ্রে এস এম আল মামুন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবির পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট। এ ছাড়া ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লায়ন ইমরান পেয়েছেন ৪ হাজার ৫০০ ভোট।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫১ হাজার ৫৭১ এবং প্রার্থী ছিলেন ৬ জন।

উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এস এম আল মামুন। তার বাবা প্রয়াত আবুল কাশেম মাষ্টার এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে তার পরিবর্তে ব্যবসায়ী দিদারুল আলমকে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। দিদার ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচিত হন। এবার দিদারুল আলম মনোনয়ন পাননি। তার বদলে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম আল মামুনকে মনোনয়ন দেয় দলটি।

আরও পড়ুন: চট্টগ্রামে ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলি, পিস্তল হাতে কে এই যুবক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর