রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ৫ জানুয়ারি ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ
বিতর্ক যেন পিছু ছাড়ছে না চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরীর। এবার পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন নৌকা প্রতীকের এই প্রার্থী।
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদকে তিনি এই হুমকি দিয়েছেন। একই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হকের গায়ে হাত না দিতে ওসিকে নির্দেশ দিয়েছেন তিনি।
ওসির সঙ্গে এমপি মোস্তাফিজের কথোপকথনের একটি অডিও আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। কথোপকথনের এই অডিওটি গতকাল বৃহস্পতিবারের বলে জানা গেছে।
অডিওতে এমপির কথার জবাবে অসহায়ত্ব প্রকাশ করতে দেখা যায় ওসি তোফায়েল আহমেদকে।
অডিওটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
এমপি মোস্তাফিজ: আপনি কি বাড়িতে পুলিশ পাঠিয়েছেন?
ওসি: স্যার কোথায়, স্যার?
এমপি মোস্তাফিজ: ছনুয়া (বাঁশখালী), পুলিশের হাফিজ গেছে…
ওসি: না,না, স্যার ও-তো এখন নেই। ও থাকে ২টা পর্যন্ত। ও-তো চলে আসছে স্যার।
এমপি মোস্তাফিজ: কী জন্য গেছে?
ওসি: ওইটা-তো আমাদের নিয়মিত ডিউটি করার জন্য, প্রত্যেক বিটে বিটে একটা করে..
এমপি মোস্তাফিজ: আমার কোনো লোককে যদি হাত দেয়…হাত কেটে ফেলবো কিন্তু। এটি বলে দিলাম..
ওসি: হাত দিবে না স্যার, দিবে না স্যার। আমি এখনই বলে দিচ্ছি।
এমপি মোস্তাফিজ: ওইখানে নাকি আমাদের লোক ধরার জন্য হাফিজ গেছে..। আমাদের আলমগীর একটা আছে ওনাকে খুঁজতেছে।
ওসি: ও-তো নাই স্যার। চলে আসছে-তো স্যার অনেক আগে।
এমপি মোস্তাফিজ: এমনি ঘুরেফিরে থাক। অসুবিধা নেই। আমার কোনো লোকজনের ওপর হাত দিলে, বহুত অসুবিধা হবে।
ওসি: অবশ্যই স্যার। আপনি যেভাবে বলবেন ওইভাবে হবে। প্রশ্নই আসে না, হাত দিবে না স্যার।
এমপি মোস্তাফিজ: আপনি-তো আমার ঘরেও পুলিশ পাঠিয়েছেন।
ওসি: ওইদিন-তো স্যার আপনার সঙ্গে কথা বললাম। পুলিশ পাঠাইনি স্যার। ওই..ওরা আপনার বাড়িতে এমনি নিয়মিত টহল দিতে গেছে। তাও সাদা পোশাকে যাতে, কেউ চিনতে না পারে। বিষয়টি স্যার আপনাকে ডিটেইলস বলছি। আরও আমি আপনার সম্মান বাঁচানোর জন্য চেষ্টা করেছি। সাদা পোশাকে পুলিশ পাঠিয়েছি। কাউকে ধরার জন্য যায়নি স্যার।
এমপি মোস্তাফিজ: চাম্বলের মুজিবের (পিটার হাসকে হুমকি দেওয়া) ওপরও যেন কোনোকিছু না হয়।
ওসি: হবে না স্যার, হবে না। ইনশাআল্লাহ..
অডিও’র বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ এ নিয়ে সরাসরি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ বলেন, ‘বিষয়টি শুনেছি। পুলিশকে এভাবে বলার অধিকার কারো নাই। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবো।’
এমপি হওয়ার পর থেকে নানা কারণে আলোচিত সমালোচিত এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অশ্রাব্য গালিগালাজ, মুক্তিযোদ্ধাকে পিটুনি, সাংবাদিকের ওপর হামলাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলও করেন তিনি। এরমধ্যেই চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে নির্বাচনী জনসভায় চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নুরুল মোস্তফা চৌধুরীকেও হুমকি দেন মোস্তাফিজ।
গত ২৬ ডিসেম্বর নির্বাচন কমিশনের নির্দেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বাদী হয়ে মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলাও করেন। এজাহারে মোস্তাফিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের পেটানোর অভিযোগ আনা হয়।
এ ছাড়া গত ২২ ডিসেম্বর এমপি মোস্তাফিজ বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদকে মোবাইল ফোনে হুমকি দেন। এ ঘটনায় বাঁশখালী থানায় জিডি করা হয়।
এক সময় ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। ২০১৪ সালে প্রথমবারের মতো তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন। আসন্ন জাতীয় নির্বাচনেও এই বিতর্কিত ও সমালোচিত নেতাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
আরও পড়ুন: এমপি মোস্তাফিজ মানেই ঔদ্ধত্য?