বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন, ৪ জনের লাশ উদ্ধার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ জানুয়ারি, ২০২৪ ৯:৩৯ : অপরাহ্ণ
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কয়েকজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

আজ শুক্রবার রাত ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুরে রেলস্টেশনে দিকে আসছিলো। কমলাপুর প্ল্যাটফর্মে প্রবে‌শের আগমুর্হূ‌তে গোপীবাগ রেললাইন এলাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দাউ দাউ করে জ্বলছিল ট্রেনটি। এতে কত যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেই আগুনে দগ্ধ হয়ে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা এলাকায় দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন দেয়। খবর পেয়ে খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।

রেলওয়ে পুলিশের ঢাকা জেল পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর