সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

কি বাহে, একখান ভোট মুই পামু না? রংপুরবাসীর উদ্দেশে শেখ হাসিনা


রাজনীতি সংবাদ প্রতিনিধি, রংপুর প্রকাশের সময় :২৬ ডিসেম্বর, ২০২৩ ৪:৫৬ : অপরাহ্ণ
আজ রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রংপুরবাসীর উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি আপনাদের এলাকার পুত্রবধূ। কি বাহে , একখান ভোট মুই পামু না? হামাক একখান ভোট দিবা না? হামাক একখান ভোট দিবা।’

আজ মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

পীরগঞ্জবাসীকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘এই যে আমার মেয়ে শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম। নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা মানে আমাকে ভোট দেওয়া, জয়কে ভোট দেওয়া, সে জয়ের বোন, পুতুলের বোন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রংপুর সবসময় অবহেলিত ছিল, মঙ্গা লেগেই থাকতো। সেজন্য রংপুর বিভাগ ঘোষণা করে আলাদা বাজেট দেওয়া হচ্ছে। কেউ পিছিয়ে থাকবে না। আমরা সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাবো। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এটা আমরা কার্যকর করবো।’

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমরা যে কথা দিয়েছিলাম সে কথা রেখেছি। ১৫ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। ৯৬ সালে ক্ষমতায় আসার আগে কারও হাতে মোবাইল ফোন ছিল না। এখন হাতে হাতে মোবাইলফোন। ইন্টারনেট পৌঁছে গেছে গ্রামে-গঞ্জে। ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্য।’

আওয়ামী লীগ টানা ১৫ বছর ধরে ক্ষমতায় আছে বলে দেশের গণতন্ত্র বহাল আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে দেশে কেউ কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জীবন নিয়ে কাউকে খেলতে দেবো না। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিন-রাত পরিশ্রম করি। আর তারা আসে মানুষের ধ্বংসের জন্য।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর ঘোষণা দিয়েছিলাম, দেশকে ডিজিটাল করব। আমরা এটা করেছি। এখন প্রত্যেক মানুষের হাতেহাতে মোবাইলফোন দেখা যাচ্ছে। এটা আমরাই দিয়েছি। বেকার যুবকরা এখন মোবাইল ফোন দিয়ে টাকাও আয় করছে।’

দেশের তরুণ সমাজের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমরা ওয়াদা করেছিলাম, আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রত্যেকটি ঘর আলোকিত হবে। আমরা দেশে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজ মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে গণভবন থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে পৌঁছান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর