সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

২১ হাজার ভুয়া, জেলে বিএনপি নেতাকর্মী আছে ১১ হাজার : কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২৩ ৬:৪১ : অপরাহ্ণ
আজ রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

জেলে ২১ হাজার নেতাকর্মী বন্দি আছে-বিএনপির এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি পুরোপুরি খবর নিয়ে জেনেছি, জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে দুই হাজার বের হয়েছে। ২১ হাজার ভুয়া। বিএনপি ভুয়া, মিথ্যাচার করে। বিএনপির নেতারা ভুয়া।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আজ সকালে বাচ্চা মায়ের কোলে, সে মা বাচ্চাসহ ট্রেনে দেওয়া আগুনে পুড়ে চারটি তাজা প্রাণ ঝরে গেল। গাজায় ইসরাইল যে গণহত্যা করছে, সে একই দৃশ্য আজ বাংলাদেশে আমরা দেখলাম। যারা হত্যা করেছে, তাদের ক্ষমা নাই।’

আরও পড়ুন: বিশেষ মহলের প্রশ্রয় ছাড়া ট্রেনে আগুন দেওয়া সম্ভব না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দেশে আসতে তারেকের সাহস নেই। এসে মোকাবিলা করতো, রাজপথে থাকতো, জেলে যেতো। জেলে যেতে যার ভয় সে তো ভুয়া।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা অন্ধকার থেকে বক্তৃতা করে। কুয়াশার মধ্যে ১০ থেকে ১২ জন নিয়ে মিলে মিছিল করে। এটা নাকি আন্দোলন? বিএনপি ভুয়া, নেতা নেই, আন্দোলন করবে কাকে নিয়ে, নির্বাচন করবে কাকে নিয়ে?’

ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে বাধা দেবে তাদের মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী। জনগণ তাদের এদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে পৌঁছাবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ফাইনাল খেলবে কারা? এক হাজার ৮৯৬ জন। প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন হবে। দল আছে ২৭টা। তাহলে যারা বলে (নির্বাচন) প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না, তারা ভুয়া। ইফতেখার ভুয়া, সুজন ভুয়া, এগুলো সব ভুয়া। এগুলো সব বিএনপির দোসর।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর