সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

তেজগাঁওয়ে ট্রেনে আগুন, নারী-শিশুসহ ৪ জনের মৃত্যু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২৩ ৮:০৪ : পূর্বাহ্ণ
আজ ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।

মৃত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-নাজিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। ট্রেনটি খিলক্ষেতে এলে যাত্রীরা বগিগুলোয় আগুন দেখতে পান। এ সময় তারা চিৎকার করতে শুরু করেন। তারপর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার সমকালকে জানান, সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েছে।

পুড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিকে কমলাপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর