রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ ডিসেম্বর, ২০২৩ ৬:০৪ : অপরাহ্ণ
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা ২৬৩টি আসনে ভোটযুদ্ধ করবেন। তিনশ আসনের মধ্যে ৩২টি জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। আর বাকি পাঁচটি আসন উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীনরা।
আজ রোববার বিকালে নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে এসব কথা জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।
উন্মুক্ত রাখা পাঁচটি আসনে আসনে দ্বৈত্ব নাগরিকত্ব, ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে নির্বাচন কমিশনে (ইসি) নৌকার প্রার্থিতা বাতিল হয়েছে।
যে পাঁচজনের প্রার্থিতা বাতিল হয়েছে তারা হলেন-কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহদ, ময়মনসিংহ-৯ আসনের আব্দুস সালাম, কিশোরগঞ্জ-৩ আসনের নাসিরুল ইসলাম খান, বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ এবং ফরিদপুর-৩ আসনের শামীম হক।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রেস ব্রিফিংয়ে বলেন, জাতীয় পার্টিকে ২৬টিসহ শরিকদের মোট ৩২টি আসনে আওয়ামী লীগ ছাড় দিয়েছে। আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। যাচাই-বাছাই শেষে আমাদের নিজেদের পাঁচটি আসনের মনোনয়ন বাতিল হয়েছে। সেসব আসন আমাদের দিক থেকে উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন: জাতীয় পার্টি ও শরিকদের জন্য ৩২ আসন ছাড়লো আ.লীগ