শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ইসলামী দল

বহির্বিশ্ব চুপচাপ, এটা ভালো লক্ষণ না: নজিবুল বশর মাইজভান্ডারী


আজ রাজধানীর ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০২৩ ৪:১৭ : অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তবে সে তালিকায় এবার চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ঠাঁই পাননি জোটের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। কিন্তু তিনি বলেছেন, ‘এটাই চূড়ান্ত নয়। আমরা জানি, আমরা আছি।’

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তরিকত ফেডারেশনের জন্য কোনো আসন ছাড়ের ঘোষণা না থাকলেও নজিবুল বশর বলেন, ‘৪ ডিসেম্বর আমরা গণভবনে যাই। আমাকে ৪ ডিসেম্বরই বলে দেওয়া হয়েছিল। সেদিন ওবায়দুল কাদের সাহেব প্রকাশ্যে কয়েকজনের নাম বলে দিয়েছিলেন। বাকিগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি জানি আমারটা আছে।’

আপাতত জোটের সাতটি আসনের নাম প্রকাশ করা হয়েছে, তবে এটি চূড়ান্ত নয় জানিয়ে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বলেন, ‘৪ ডিসেম্বর জোটের সবার সঙ্গে বৈঠক হয়। সেখানে তরিকত ফেডারেশনকে অন্তত দুটি আসন দেওয়ার কথা হয়। সভায় তাৎক্ষণিক ১৪দলীয় জোটের রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু ও আমার আসনটি নিশ্চিত করা হয়।’

নজিবুল বশর বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী, ওই দুটি আসনই আমাদের দেন। সাতটা কৌশলের কারণে দিয়েছেন। আমারটা কেন দেননি, সেটা তারাই বলতে পারবেন।’

আরও পড়ুন: আওয়ামী লীগের ৭ আসন ছাড়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শরিকদের

নজিবুল বশরের চট্টগ্রাম-২ আসনে নৌকার প্রার্থী করা হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারকে। এছাড়াও প্রার্থী হয়েছেন নজিবুল বশর মাইজভান্ডারীর ভাতিজা ও সম্প্রতি নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী।

আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চট্টগ্রাম-২ আসনে এবার জোটের প্রার্থী হতে পারেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ। সাইফুদ্দিন আহমদ নজিবুল বশরের ভাতিজা।

এ প্রসঙ্গে নজিবুল বশর বলেন, ‘তিন মাস আগে নিবন্ধন পেয়ে যদি কেউ মনোনয়ন পায়, তাহলে রাজনীতির অবস্থান কোথায় যাবে? সুপ্রিম পার্টি তো জোটে নাই। তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী? ক্যারিয়ার কী? হঠাৎ কেউ এল, দু-চারটা প্রোগ্রাম করল, বলে দিলেন আছে। এটা দেশের জন্য, আগামী রাজনীতির জন্য অশনিসংকেত।’

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ভালো না। বিএনপি-জামায়াত রাজনীতির বাইরে। তারা সন্ত্রাসসহ আন্দোলন করে যাচ্ছে। বহির্বিশ্ব চুপচাপ। চুপচাপটা ভালো লক্ষণ না।’

আরও পড়ুন: শরিকদের ৭ আসনের বেশি ছাড় দেওয়া সম্ভব নয়: ওবায়দুল কাদের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর