সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয় পার্টি

জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশন এরশাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০২৩ ৩:২৫ : অপরাহ্ণ
আজ দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে আসেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে জোট বা কোনো ধরনের সমঝোতা না করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অনুরোধ করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

আজ মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে জি এম কাদেরের কর্মকাণ্ডে আমাদের সমর্থন নেই। তিনি জোর করে জাতীয় পার্টি দখল করেছেন। তাই জাতীয় পার্টির সঙ্গে যেন কোনো জোট না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন এরশাদ।’

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘দলের আড়াই থেকে তিনশ’ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয় সে অনুরোধ জানিয়েছি।’

প্রধানমন্ত্রী কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দলের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

এর আগে দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তার সঙ্গে ছিলেন ছেলে সাদ এরশাদ, মুখপাত্র কাজী মামুনুর রশীদ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙা।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন রওশন এরশাদ ও তার অনুসারী নেতারা। জাতীয় পার্টি জি এম কাদেরের সঙ্গে বিরোধের জেরে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান।

আরও পড়ুন: নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা রওশন এরশাদের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর