রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৪ নেতাকে গুলি করে হত্যা


রাজনীতি সংবাদ প্রতিনিধি, খাগড়াছড়ি প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৪ : পূর্বাহ্ণ
দুর্বৃত্তের গুলিতে নিহত ইউপিডিএফের ৪ নেতা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

পার্বত্য জেলা খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের চার নেতা নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে পানছড়ি উপজেলার লোগাংয়ের অনিল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা।

এ সময় দুর্বৃত্তরা ইউপিডিএফ সংগঠক হরি কমল ত্রিপুরা ও নীতিদত্ত চাকমাকে ধরে নিয়ে যায় বলে দাবি করেছে সংগঠনটির নেতারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজে বিপুল চাকমাসহ ৭ জন নেতাকর্মী সোমবার লোগাঙ এলাকায় যান। তারা রাতে অনিল পাড়া নামক গ্রামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে সশস্ত্র দুর্বৃত্ত দল ওই বাড়িতে হানা দেয়।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, আজ ওই এলাকায় গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে যোগ দিতে এই চার নেতা সেখানে অবস্থান করছিলেন। রাতে তাদের উপর অর্তকিতভাবে হামলা করে হত্যা করা হয়। মদদপুষ্ট নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এই ঘটনা ঘটিয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী টহল জোরদার করেছে।

এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, আমরা বিষয়টি তদন্ত করছি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর