বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয় পার্টি

জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা, দেখুন তালিকা



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ নভেম্বর, ২০২৩ ৬:১২ : অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন। তার স্ত্রী শেরিফা কাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা ১৮ আসনে।তিনি বর্তমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এখনো দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তার আসনে প্রার্থী দেওয়া হয়নি।

এদিকে জাতীয় পার্টির প্রার্থী তালিকায় স্থান পাননি জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও দল থেকে বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তার আসন রংপুর-১ এ এবার প্রার্থী করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ারকে।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: নৌকার প্রার্থীর নাম ঘোষণা, দেখে নিন তালিকা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর