বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

কেরানীগঞ্জে টোল প্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩


ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৪ নভেম্বর ২০২৩, ৪:০২ অপরাহ্ণ

দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তিন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটা দিকে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজায় পৌঁছালে হঠাৎই বাসে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। এ সময় যাত্রীরা চালক ও হেলপার দ্রুত বাস থেকে নেমে পড়ে। তবে এর আগে দগ্ধ হয় তিনজন। স্থানীয়রা তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। খবর পেয়ে দ্রুত সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, বাসে কারা আগুন দিয়েছে সে বিষয় পুলিশ তদন্ত চালাচ্ছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর