মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা ইসলামী দল

৪৮ ঘণ্টা হরতালের ডাক দিলো জামায়াতও


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২৩ ৮:০৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীও। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দলটি।

আজ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

এর আগে আজ সন্ধ্যায় আগামী রোববার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টা সর্বাত্মক হরতালের ডাক দেয় বিএনপি।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

জামায়াত নেতা এটিএম মা’ছুম বলেন, ‘দেশবাসী মনে করে, ষড়যন্ত্রমূলক নীল-নকশার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মূলত বিরোধীদলকে নির্বাচনের বাইরে রেখে অতীতের মত শাসকদলকে জিতিয়ে আনার কৌশল নিয়েছে। গণতন্ত্রকামী জনগণ সরকারের বিনা ভোটে ক্ষমতা দখলের দিবাস্বপ্ন পূরণ হতে দিবে না। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কমিশনকে অবশ্যই এ তফসিল প্রত্যাহার করতে হবে। সকল দলের মধ্যে ঐকমত্য ও সমঝোতা প্রতিষ্ঠিত করে কমিশনকে নতুনভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর