ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটি জানলেও ‘কূটনৈতিক শিষ্টাচারের’ কারণে সরকার তা প্রকাশ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সেহেলী সাবরিন বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যটা পাবলিকলি জানাবে না। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন, কতদিনের জন্য যাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়ালি জানাতে হয়। এটা কিন্তু পাবলিকলি জানানোর কথা না।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছুটিতে যাওয়ার আগে আমাদের লিখিতভাবে বিস্তারিত জানিয়েছেন। তার অবর্তমানে কে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসাবে দায়িত্ব পালন করবেন সেটাও জানিয়েছেন। কিন্তু তিনি কোথায় গেছেন, কবে ফিরবেন তা সরকার পাবলিক করতে পারে না। বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান।’
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত আজ দুপুরে শ্রীলঙ্কা এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান।
৮ দিন ছুটি কাটিয়ে পিটার হাস ঢাকা ফিরবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।