মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা ইসলামী দল

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ-পিকেটিং


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০২৩ ১:৩৬ : অপরাহ্ণ
আজ অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।

আজ সোমবার সকালে আজিমপুর বাসস্টান্ড, জুরাইন রেলগেট, ডেমরা, শাহজাহানপুর, বাসাবো ও হাজারীবাগে রেলপথ এবং সড়কপথ বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।

আজিমপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য শামিউল ইসলাম, মতিউর রহমান, সাইফুল আলম,আব্দুল মালেক প্রমুখ।

মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত। মিছিলটি শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা হাউজিংয়ের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উত্তরের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ আবু নকীব, অ্যাডভোকেট আব্দুল হামিদ, হাবিবুল্লাহ রুমী, আব্দুর রকীব ও রিমন তমাল, ছাত্রনেতা আসাদুজ্জামান ও তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে রাজধানীর উত্তরা, দক্ষিণখান, পল্লবী, বাড্ডা ও মালিবাগ এলাকায়ও বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

আরও পড়ুন: রিজভীর নেতৃত্বে রাজধানীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর