রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ৫ নভেম্বর ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ
বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা ডাকা অবরোধের প্রথমদিন রাজধানীতে চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলামোটরে ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে পৃথক দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলামোটর মোড় থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে সন্ধ্যা ৭ টার দিকে মিরপুরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ছাড়া সকাল ৭টার দিকে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের চালক দগ্ধ হন।
এ নিয়ে আজ রাজধানীতে অন্তত চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। একই সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।
এ ছাড়া অবরোধ চলাকালে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ ও এক আনসার সদস্য আহত হয়েছেন।