বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার নৌ-রেল-সড়কপথ অবরোধ শুরু



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ নভেম্বর, ২০২৩ ৯:০২ : পূর্বাহ্ণ

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি, জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকা দ্বিতীয় ধাপের ৪৮ ঘণ্টার সবার্ত্মক অবরোধ শুরু হয়েছে।

আজ রোববার থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি চলবে।

বিএনপির পাশাপাশি দেশব্যাপী সড়ক-নৌ-রেলপথ ও রাজপথে সর্বাত্মক এ অবরোধ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সমাবেশে হামলা, একদফা দাবি আদায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দেয় বিএনপি।

সরকার পতনের যুগপৎ আন্দোলনে যুক্ত জামায়াত, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল ও জোট আলাদাভাবে অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

এদিকে অবরোধ শুরুর আগের দিন গতকাল শনিবার রাতে রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন: ঢাকায় ২৫ মিনিটের ব্যবধানে তিন যাত্রীবাহী বাসে আগুন

অবরোধকে ঘিরে নাশকতা ঠেকাতে সারাদেশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মাঠে নেমেছে বিজিবিও। গতকাল শনিবার রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় টহল দিচ্ছেন তারা।

এর আগে গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে প্রথম দফা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি, জামায়াতসহ বিরোধীদলগুলো।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে সর্বাত্মক হরতাল সফলের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে আজ সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করবেন দলটির নেতাকর্মীরা। হরতালকে সমর্থন জানিয়েছে জামায়াতও।

আরও পড়ুন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন আটক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর