রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০২৩ ১:১১ : পূর্বাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
আমীর খসরু চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু রাজনীতি সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আমীর খসরুর খোঁজে গুলশানের ওই বাড়িটি ঘিরে রাখে ডিবি পুলিশ।
আটকের পর আমীর খসরুকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, পল্টন থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলাসহ সম্প্রতি অনেকগুলি মামলা দায়ের করা হয়েছে। আমীর খসরুকে যে কোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে গত কয়েকদিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে।