রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

বিএনপি নেতা আলালকেও ৫ দিনের রিমান্ডে নিলো পুলিশ


আজ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ নভেম্বর, ২০২৩ ৬:৩৩ : অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পর দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকেও পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আলালকে আদালতে হাজির করে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে।

পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। অন্যদিকে আলালের আইনজীবী জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে বিএনপি নেতা মির্জা আব্বাস

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন শহীদবাগ এলাকা থেকে আলালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর