রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩১ অক্টোবর, ২০২৩ ১০:৫৫ : পূর্বাহ্ণ
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করছেন।
আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত রয়েছেন। মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইনসও উপস্থিত রয়েছেন।
জানা গেছে, তাদের আলোচনার একমাত্র এজেন্ডা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
এর আগে গত ৮ জুন ও ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দুই দফা বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
তখন বৈঠক শেষে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই। তার দেশ এমন একটি নির্বাচন চায়, যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করবে।