রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০২৩ ৯:৪৭ : পূর্বাহ্ণ
রাজধানীর বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেন।
আজ রোববার সকালে প্রথমে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করেন রিজভী। এরপর রাজধানীর শান্তিনগর মোড় থেকে তা নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ‘সারাদেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল চলছে। সরকারের পতনের দাবিতে আজ দেশের জনগন জেগে উঠেছে। তারা মাঠে নেমেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না।’
উল্লেখ্য, ঢাকায় শনিবার বিএনপির মহাসমাবেশে ‘আওয়ামী লীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত’ করার প্রতিবাদে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি।
আরও পড়ুন:
সারাদেশে বিএনপি-জামায়াতের হরতাল চলছে, সড়কে গাড়ি কম
বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার
মহাসমাবেশে পুলিশ ও আ.লীগের হামলা পরিকল্পিত: মির্জা ফখরুল