রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০২৩ ৮:২৯ : অপরাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের ঘটনায় রমনা থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়েছে।
ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
আজ রোববার রাত ৭টা ৪২ মিনিটে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বিএনপি মহাসচিবকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা হয় পুলিশ।
রাত ৮টা ১০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।
পুলিশ এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। অন্যদিকে মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা–কর্মীরা দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে পুলিশ রমনা থানায় মামলা করে।
আরও পড়ুন: রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশ ও আ.লীগের তুমুল সংঘর্ষ, বিজিবি মোতায়েন
এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। আটকের সাড়ে ৯ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানায় পুলিশ।
আরও পড়ুন:
সারাদেশে ৩ দিনের সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির