রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০২৩ ৯:৩৭ : পূর্বাহ্ণ
হরতাল চলাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম জানান, ‘ডিবি পুলিশের একটি দল সকালে বাসায় এসে প্রথমে সিসি ক্যামেরার ফুটেজের হার্ডডিস্ক নিয়ে চলে যায়। ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায়। অসুস্থ একজন মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া মেনে নেওয়া যায় না।’
তবে এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে গতরাত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পুলিশ মির্জা আব্বাসের বাসার প্রধান গেট ভাঙার চেষ্টা করছে। যেকোনো সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন:
বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার
সারাদেশে বিএনপি-জামায়াতের হরতাল চলছে, সড়কে গাড়ি কম