রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

ফকিরাপুলে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ অক্টোবর, ২০২৩ ৪:৩৬ : অপরাহ্ণ
হামলায় নিহত পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ঘিরে বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের মধ্যে ফকিরাপুল চার রাস্তার মোড়ে হামলার শিকার হয়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

সংঘর্ষে ওই পুলিশের সদস্যের ইউনিফর্মে থাকা নাম সম্বলিত ব্যাজটি ছিঁড়ে যায়। এ কারণে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। ওই পুলিশের সদস্যের ওপর কারা হামলা চালিয়েছে তাও জানা যায়নি।

আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি জানান, দৈনিক বাংলা এলাকা থেকে পুলিশ সদস্য এবং পথচারীরা তাকে নিয়ে আসেন। তার মাথায় আঘাত লেগেছিল। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকৎসক মো. আলাউদ্দিন বলেন, রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ করার কথা ছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

আরও পড়ুন:

কাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলো বিএনপি

রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশ ও আ.লীগের তুমুল সংঘর্ষ, বিজিবি মোতায়েন

রাজারবাগ পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর