সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

কাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলো বিএনপি



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ অক্টোবর, ২০২৩ ৩:০৯ : অপরাহ্ণ

মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা দেন।

এর আগে সরকারের পদত্যাগের দাবিতে দুপুর ২টার দিকে শুরু হয় বিএনপির মহাসমাবেশ।

বিএনপির মহাসমাবেশ চলাকালে বিজয়নগরে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ে।

এ সময় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে হঠাৎ করেই দুপুর আড়াইটার দিকে দুইদিকে অবস্থান নেয় পুলিশ। এ সময় তারা অতর্কিতভাবে সমাবেশস্থলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুঁড়ে। এ সময় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। মঞ্চ থেকে সটকে পড়েন বিএনপি নেতারা। এতে পণ্ড হয়ে যায় মহাসমাবেশ।

এরপর বিনা উস্কানিতে হামলার প্রতিবাদে বিএনপি মহাসচিব আগামীকাল সারাদেশে হরতালের ডাক দেন।

আরও পড়ুন: কাকরাইল রণক্ষেত্র, বিএনপির সঙ্গে আ.লীগ-পুলিশের সংঘর্ষ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর