বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

ভয়ের কিছু নেই, শেখ হাসিনার নেতৃত্বে ৭০ ভাগ মানুষের আস্থা: কাদের


আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২৩ ৯:৪৪ : অপরাহ্ণ

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে, ‘সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। ভয় পাবো কেন? শেখ হাসিনার নেতৃত্বে ৭০ ভাগ মানুষের আস্থা আছে।’

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটা জরিপ (আইআরআই) সমীক্ষা করেছে, বাংলাদেশে কোন দলের অবস্থান কী জনমতের ভিত্তিতে। সেই জনমতের সমীক্ষায় উঠে এসেছে বাংলাদেশে ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখে। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। জনগণ আজকে ভয় পাচ্ছে নাশকতাকে। মানুষ মনে করছে, আবারও ২০১৪-২০১৫ সালের নাশকতা, অগ্নি-সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি হতে পারে নির্বাচনকে ঘিরে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সতর্ক পাহারায় থাকতে হবে। এদের দুরভিসন্ধি আছে। সাম্প্রদায়িক আরও দুই-একটি শক্তিকে নিয়ে তারা অশুভ খেলার পরিকল্পনা নিচ্ছে। সার্বক্ষণিক সতর্ক পাহারায় থাকতে হবে। মিটিং শেষ চলে গেলেই হবে না। কালকে একটু দেখেশুনে যাবেন। অবস্থা বুঝে ব্যবস্থা।’

শান্তি সমাবেশ শেষ হলেই দায়িত্ব শেষ হয়ে গেছে মনে না করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সবাই নিজ নিজ দায়িত্ব নেবেন, সবার দায়িত্ব আছে। এই যুদ্ধ আমাদের সবার। এটা বাংলাদেশের আরেক মুক্তিযুদ্ধ। এটা মনে করেই মাঠে থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে, শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে পারব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। এটা মাথায় রেখেই নৌকাকে বিজয়ের বন্দরে পৌঁছাতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা অশান্তি করতে চাই না, আমরা ক্ষমতায় আছি, আমরা নির্বাচন শান্তিপূর্ণ চাই, আমরা নির্বাচনের পরিবেশ চাই শান্তিপূর্ণ। কাজেই আমাদের দ্বারা কোনো প্রকার অশান্তি সৃষ্টির সুযোগ নেই। আমরা কেন অশান্তি করব? অশান্তি তারা চায় যারা এই নির্বাচন করতে আগ্রহী নয়। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা দেশে অরাজকতা, বিশৃঙ্খলা, নাশকতা সৃষ্টি করে গোটা পরিবেশকে অশান্ত করতে চায়।’

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বারবার অপশক্তিকে মাথা তুলে দাঁড়াবার সুযোগ দেওয়া উচিত না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা গণতন্ত্র ব্যাহত হতে দেবে না, এটা তাদের প্রতিজ্ঞা।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর