শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

৩ নভেম্বর সরকারের ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২৩ ১১:২৩ : পূর্বাহ্ণ

আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা হস্তান্তর করতে যুক্তরাষ্ট্র সময় বেধে দিয়েছে-ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। এরপরও বিষয়টি নিয়ে আলোচনা থেমে থাকেনি।

এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় বিষয়টি। কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিয়ে খোলাসা করে কিছু বলেননি।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান, মার্কিন সহকারী আন্ডার সেক্রেটারি আফরিন আক্তার সম্প্রতি ঢাকা সফর করেছেন। বিভিন্ন টকশোতে বিরোধীপক্ষের বক্তারা দাবি করছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ নভেম্বরের মধ্যে পদত্যাগ করতে সময়সীমা জারি করেছে। যদিও এ বিষয়ে মার্কিন দূতাবাস একটি ব্যাখ্যা দিয়েছে। এরপরও বিরোধী দলের বিশ্লেষকরা অব্যাহতভাবে দাবি করছে যে, তাদের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। আপনি কি স্পষ্ট করে এ বিষয়ে নিশ্চিত করবেন বা প্রত্যাখ্যান করবেন?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি শুধু বলবো, আমরা অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কোনো পক্ষ অবলম্বন করিনি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা হস্তান্তর করতে যুক্তরাষ্ট্র সময়সীমা জারি করার বিষয়টি ঢাকাস্থ মার্কিন দূতাবাস স্বীকার কিংবা অস্বীকার করেননি।

গত ১৮ অক্টোবর বিষয়টি নিয়ে মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়। কোনো দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর