শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩০ ভাদ্র, ১৪৩১ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় ৩০৭ জন নিহত, বিধ্বস্ত ভবনে আটকা অনেকই


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২০ অক্টোবর, ২০২৩ ১২:০৩ : অপরাহ্ণ
বিধ্বস্ত ভবনের নিচে আটকে পড়াদের খুঁজছেন স্থানীয়রা: ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ইসরায়েলি বিমানবাহিনীর অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩০৭ জন নিহত হয়েছে।

এতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮৫ জনে। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৫২৪ শিশু এবং ১ হাজার ৪৪৪ নারী রয়েছে। এছাড়া সাড়ে ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকে পড়েছেন অনেকই।

গাজার আবাসন মন্ত্রণালয় বলছে, সেখানকার ৩০ শতাংশ ঘরবাড়ি ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন।

এদিকে আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গড় হিসাবে প্রতি ১৫ মিনিটে একজনেরও বেশি শিশুর মৃত্যু ঘটছে গাজায়।

গত ১২ দিন ধরে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আবাসিক ভবন থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স কোনো কিছুই হামলা থেকে বাদ যাচ্ছে না।

এদিকে এরই মধ্যে পানি, খাবার ও জ্বালানি ফুরিয়ে আসছে। ফলে গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সে ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর