রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

দু-একটি দল অংশ না নিলে নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না: কাদের


আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৮ অক্টোবর, ২০২৩ ৯:৩৪ : পূর্বাহ্ণ

আগামী জাতীয় নির্বাচনে দু-একটি দল অংশ না নিলে নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না-এমন প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বহু দল আছে, যারা নির্বাচনে অংশ নেবে। দু-একটি দল অংশ না নিলে সেই নির্বাচন কি অবৈধ হয়ে যাবে? আপনি না আসলে আমি কী করবো? নির্বাচনে অংশগ্রহণ করা আপনার অধিকার। কেউ যদি নিজের অধিকার প্রয়োগ না করে, সেটা তাদের ব্যাপার।’

আজ বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সম্প্রতি পুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতাদের গ্রেপ্তার করার কারণ জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ভাঙচুর, অগ্নিসন্ত্রাস, অস্ত্র ও খুনের মামলায় আগে থেকে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন করে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের নেই।’

আরও পড়ুন: দুলুসহ বিএনপির তিন নেতা আটক, নয়াপল্টনে পুলিশের তল্লাশি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের বিএনপির হত্যার রাজনীতি এখনও শেষ হয়নি। সেই হত্যার রাজনীতি বাংলার মাটি থেকে নির্মূল করতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত আছে। শেখ রাসেলের মতো শিশুদের জন্য দেশকে সম্পূর্ণ নিরাপদ করে না তোলা পর্যন্ত আমাদের লড়াই চলবে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর