রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ অক্টোবর, ২০২৩ ৩:২১ : অপরাহ্ণ
সংবিধান থেকে সরকার একচুলও সরবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করা দরকার সবকিছু আওয়ামী লীগ করবে। সুষ্ঠু নির্বাচন করে আওয়ামী লীগ পুরো পৃথিবীকে দেখিয়ে দেবে গণতন্ত্রের আদর্শই বাংলাদেশ।’
আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘১৫ বছরে তারা ১৫০০ বার্তা দিয়েছে। মরা গাঙ্গে জোয়ার আসে না। পকেট গরম তাই মাথাও গরম। শেষ বার্তা দিচ্ছে। লন্ডন থেকে টাকা আসছে। জনগণ যতদিন সঙ্গে আছে ততদিন বিএনপির কোনো বার্তা বা আলটিমেটামে কাজ হবে না।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি সারা দেশ থেকে সন্ত্রাসীদের ভাড়া করে রাজধানীতে জমায়েত করছে। তারা আওয়ামী সরকারের বিরুদ্ধে গণবিপ্লবের চিন্তা করছে। দেশে অরাজকতা করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের জনগণের শান্তি নষ্ট করছে। আওয়ামী সরকারকে আলটিমেটাম দেওয়ার চেষ্টা করছে। তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগ সরকার তাদের নাশকতার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।’
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই। তিনি নির্বাহী ক্ষমতা বলে বাসায় থেকে খালেদা জিয়াকে চিকিৎসা নেয়ার সুযোগ দিয়েছেন।’