রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ অক্টোবর, ২০২৩ ১১:৩৩ : পূর্বাহ্ণ
বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, এ্যানির নামে লক্ষ্মীপুরে দুটি মামলা ছিল। তিনি জামিন নেননি। তাই তাকে গ্রেপ্তার করা হয়। আর গ্রেপ্তারের সময় তার বাসার কোনো দরজা ভাঙা হয়নি। আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলেছেন তিনি।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে গত ১০ অক্টোবর মধ্যরাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে দরজা ভেঙে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তুলে নিয়ে যায় পুলিশ।
পরদিন ঢাকা ও লক্ষ্মীপুরে দুটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এরপর তাকে আদালতে হাজির করা হয়। ধানমন্ডি থানার একটি মামলায় তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করে পুলিশ । শুনানি শেষে আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আদালতে শুনানিতে এ্যানি অভিযোগ করে বলেন, থানায় নিয়ে পুলিশের উপস্থিতিতে তাকে নির্যাতন করা হয়েছে।
আরও পড়ুন: থানার নির্যাতনের কথা বলে আদালতে অঝোরে কাঁদলেন এ্যানি