শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত: মির্জা ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৩৭ : অপরাহ্ণ
আজ বিকেলে রাজধানীর মতিঝিলে শ্রমিক-কর্মচারী কনভেনশনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মীদের বার্তা দিয়ে বলেছেন, ‘ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। এই সরকারকে পদত্যাগ করতে সক্ষম হবো, একই সঙ্গে দেশনেত্রী খালেদা জিয়াকেও মুক্ত করবো।’

আজ শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলে শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদের যৌথ উদ্যোগে শ্রমিক-কর্মচারী কনভেনশনে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্য, মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল, ন্যুন্যতম মজুরি, শ্রম পরিস্থিতি ও সরকার পদত্যাগের এক দফা দাবিতে এ কনভেনশনের আয়োজন করা হয়।

কনভেনশনে ২০টি সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এটি দ্বিতীয় শ্রমিক-কর্মচারিদের কনভেনশন। এর আগে স্বৈরাচার এরশাদের পতন আন্দোলনের সময়ে প্রথম কনভেনশন হয়েছিলো।

বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে-প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই। ২ কোটি ৩৩ লাখ টাকা এখন ৮ কোটির ওপরে চলে গেছে। ব্যাংকে জমা আছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়া যাতে রাজনীতি করতে না পারেন তার জন্য মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে।’

আরও পড়ুন: বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সংকটজনক অবস্থার জন্য সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখে তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’

আরও পড়ুন: সরকার ‘অবৈধ’ হলে খালেদা জিয়ার মুক্তির আবেদন কেন, বিএনপিকে কাদের

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা, ৪৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার একটা ভয়াবহ দানবের সরকার, লুটেরা সরকার, বর্গীদের মতো সরকার। এরা সম্পদ বিদেশে পাচার করে বাড়িঘর বানাচ্ছে। আর আমার দেশে মানুষ অসহায় ও অভুক্ত থাকছে।’

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা এরকম একটা ভয়াবহ রাষ্ট্র তৈরি করেছে। এটাকে রাষ্ট্র বলা যায় না, এদেশ আওয়ামী লীগের নির্যাতনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে নিয়ে এক দফার আন্দোলন করছি। গণতন্ত্রহরণকারী, মানুষ হত্যাকারী এই শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে এবং জনগণের হাতে ক্ষমতা তু্লে দিতে হবে।’

কনভেনশনে আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর