রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

নেত্রী আমেরিকা থেকে আসলে জোরদার খেলা হবে: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ সেপ্টেম্বর, ২০২৩ ৯:২৮ : অপরাহ্ণ
আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলা তো হবেই, নেত্রী আমেরিকায় আছেন, তিনি দেশে আসলে জোরদার খেলা হবে। ক্যাপ্টেন আসুক তারপর হবে খেলা।’

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘৪৮ ঘণ্টা শেষ, আলটিমেটাম শেষ। এখন মির্জা ফখরুল সাহেব আপনি কী করবেন? আন্দোলনের ডাকে জনগণ নেই। আন্দোলন ভুয়া, এক দফা ভুয়া, ৩২ দল ভুয়া, তত্ত্বাবধায়ক ভুয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগ ভুয়া, বিএনপির আন্দোলন এই দেশের মানুষ মানে না।’

আরও পড়ুন: আ.লীগ আবার ক্ষমতায় এলে গণতন্ত্র চিরতরে চলে যাবে: ফখরুল

বাংলাদেশের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা কীভাবে চলবো…আমরা তত্ত্বাবধায়ক মানি না। ওটা এখন মরা লাশ। ওই লাশ আমাদের কাছে এনে লাভ নেই। ফখরুদ্দিন-মইনুদ্দিন-লতিফুর রহমানের সেই তত্ত্বাবধায়ক বাংলাদেশে চালু করে একটা অস্বাভাবিক সরকার করবেন, সেটা হবে না। অস্বাভাবিক সরকার মানি না। কে আসুক, কে বলুক তাতে কিছু যায়-আসে না।’

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাহলে আমাদের কেন নিষেধাজ্ঞা? আবার দালাল লাগাইছেন। ফখরুল ইসলাম নতুন দালাল। ওই দালালে আমাদের ভয় দেখান। ভয় দেখান-শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। আমি বলে যাচ্ছি, বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না। তিনি ছাড়া এ দেশে এমন কোনো নেতা নেই যাকে মানুষ বিশ্বাস করে। ষড়যন্ত্র করে ওই নেতাকে বাদ দেবেন?’

আরও পড়ুন: বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিকল্প কী, জানালেন মিলার

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর