মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চলে গেলেন প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৯ সেপ্টেম্বর, ২০২৩ ৮:০৭ : অপরাহ্ণ
সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী মারা গেছেন।

আজ শুক্রবার দুপুরে কক্সবাজারে একটি অনুষ্ঠানে অংশ নেওয়া হেলাল উদ্দিন চৌধুরী হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭৪ সালে সাংবাদিকতা পেশা শুরু করেন হেলাল উদ্দিন চৌধুরী। তিনি দৈনিক গণকণ্ঠ, দৈনিক আজাদী, দৈনিক সমকালে কাজ করেন। তিনি দৈনিক আজাদীর চিফ রিপোর্টার ও সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক যায়যায়দিন এর চট্টগ্রাম ব্যুরো চিফ হিসাবে কর্মরত ছিলেন।

হেলাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ বলেন, একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন হেলাল উদ্দিন চৌধুরী। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর