বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

কী কারণে ক্ষমতা ছেড়ে দেবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের


আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ সেপ্টেম্বর, ২০২৩ ৫:২৯ : অপরাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির কাছে প্রশ্ন রেখে বলেছেন, ‘কী কারণে আমরা ক্ষমতা ছেড়ে দেবো? কী কারণে আমরা আবার তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত করবো? শেখ হাসিনার মতো যোগ্য নেতাকে কেন ক্ষমতা থেকে সরে যেতে হবে? আমরা এই অক্টোবরে ক্ষমতায় আছি, আগামী অক্টোবরেও থাকবো।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সামনে কঠিন দিন। কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। আমরা সেটা অতিক্রম করতে পারবো। অতীতেও করেছি। কঠিন দিন পার করার মতো ক্যাপ্টেন আমাদের দলে আছে। কঠিন সময় পাড়ি দেওয়ার মতো ক্ষমতা আওয়ামী লীগের আছে।’

যুক্তরাষ্ট্রকে সবক দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জো বাইডেন বলেছেন ট্রাম্প ক্ষমতায় এলে আমেরিকার গণতন্ত্র ধ্বংস হবে। আজকে আমিও বলি, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র ধ্বংস হবে।’

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আমাদের নিয়মে চলবো। আমাদের হুমকি দিয়ে লাভ নেই। কে কারে নিষেধাজ্ঞা দিল এটা আমাদের বিষয় নয়। আমরা তো নির্বাচন করতে চাই। যারা বাধা দেবে তাদের ওপর নিষেধাজ্ঞা, হুমকি দিন। দুষ্টু ছেলে ইসরায়েলকে থামাতে পারেন না, হাইতির গান ভায়োলেন্স থামাতে পারেন না? বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছেন?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কে নির্বাচনে এল, কে এল না, সেটা বিষয় নয়। আওয়ামী লীগ চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যা করবো সংবিধান অনুযায়ী। এর বাইরে আমাদের কোনো চিন্তা নেই।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর