বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে যা বললেন আমীর খসরু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৫২ : অপরাহ্ণ
আজ বিকেলে ঢাকার আমিনবাজারে বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে এখন ওয়াশিংটনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর অবস্থান প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জাতিসংঘ অধিবেশন শেষে বিশ্বের সব নেতারা বাড়ি চলে গেছেন। কিন্তু আমাদের অনির্বাচিত প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বসে আছেন। অবস্থা বুঝেন কত খারাপ। এখনো চেষ্টা চালাচ্ছেন, কিছু করা যায় কিনা। আমি বলছি, কোনো কাজ হবে না।’

আজ বৃহস্পতিবার ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সরকারের বুকে ‘ধড়ফড়’ শুরু হয়ে গেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘তারা বাইরে দেখান সাহসী, ভিতরে অতো সাহসী না। ভেতরে সাহস থাকলে তিনি (প্রধানমন্ত্রী) ওয়াশিংটনে বসে থাকতেন না। সেলফি তুলে কতদিন ফুরফুরে মেজাজে ছিলেন, কিন্তু কাজ হয়নি।’

আরও পড়ুন: কী কারণে ক্ষমতা ছেড়ে দেবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের

নেতা-কর্মীদের ‘একদফা’র চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, রাজপথে ফয়সালা করবো। দুই দিন আগে এখানে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল, কোনো অনুমতির দরকার নাই, আর কোনো অনুমতির দরকার হবে না। আমি পরিষ্কারভাবে বলছি, আগামীতে যে কর্মসূচি আসবে কেউ কোনো অনুমতি নেওয়ার চেষ্টা করবেন না। রাস্তায় নেমে, রাস্তা দখল করে দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো।’

আরও পড়ুন: আমিনবাজারে রাতের অন্ধকারে ‘পুলিশের উপস্থিতিতে’ বিএনপির মঞ্চ ভাঙচুর

আমীর খসরু বলেন, ‘আজকে আমরা বিএনপি, যুগপৎ আন্দোলনে যারা আছে, তার বাইরে যারা আছে, গণতান্ত্রিক বিশ্ব, বিশ্ব বিবেক সকলে একটি মাত্র লক্ষ্যমাত্রার দিকে যাচ্ছি- সেই লক্ষ্যমাত্রা হচ্ছে, ফ্যাসিস্টদের পতন, সেই লক্ষ্যমাত্রা হচ্ছে- নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেই লক্ষ্যমাত্রা হচ্ছে- জনগণের ভোটে নির্বাচিত সংসদ ও জনগণের সরকার।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, হালুয়া-রুটির পথে যারা যাবে- এই উচ্ছিষ্টভোগীদের বাংলাদেশের জনগণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের মাটিতে হালুয়া-রুটির পার্টি, উচ্ছিষ্টভোগীদের জায়গা হবে না। যুগে যুগে এই উচ্ছিষ্টভোগীদের ইতিহাসের আস্তাকুঁড়ে পতন হয়েছে। এদের সম্পর্কে আলোচনা করে লাভ নেই, এদের নামও নেওয়ার দরকার নেই।’

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রীতা প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর