বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

বিসিবির বড় কর্মকর্তা তামিম ইকবালকে যে প্রস্তাব দেন


তামিম ইকবাল

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৫৬ : অপরাহ্ণ

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দলে জায়গা পাননি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। গুঞ্জন ছিল, বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না তিনি। বোর্ড থেকে তাকে দলে না নেওয়ার বিষয়ে তার কোমরের ইনজুরির কথা জানানো হয়েছে।

তবে আজ বুধবার বিকেলে এক ভিডিও বার্তায় তামিম বলেছেন, ফিজিওর রিপোর্টে তার খেলতে বাধা ছিল না। আর পাঁচ ম্যাচের বেশি খেলবেন না এমন কথা তিনি কাউকে, কখনো বলেননি।

তামিম ইকবাল বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মানসিকভাবে আমি খুব খুশি ছিলাম। ম্যাচ শেষে আমার ইনজুরির অবস্থা ফিজিওকে জানায়। ফিজিও’র রিপোর্টে ছিল প্রথম ম্যাচের পরে আমার ব্যথার অবস্থা কী, দ্বিতীয় ম্যাচের পর কী হয়েছে। সেক্ষেত্রে ২৬ তারিখের (নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ) ম্যাচের দিন অবস্থা কেমন হতে পারে। রিপোর্ট অনুযায়ী, খেলার জন্য আমি প্রস্তুত।’

এই ওপেনার বলেন, ‘আমি কোনো সময়, কোনো মুহূর্তে কাউকেও বলিনি যে আমি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবো না। এই কথাটা কোনো সময় হয়নি। এটা একটা মিথ্যা কথা ভুল কথা। আমি জানি না কে বা কাহারা মিডিয়াকে কথাটা বলছে।’

নাম না নিয়ে বিসিবির এক বড় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে তামিম ইকবাল বলেন, ‘‘আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। তিনি বেশ জড়িত আমাদের ক্রিকেটের সঙ্গে। তিনি আমাকে ফোন করে হঠাৎ বললেন, ‘তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে। তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচে খেলো না আফগানিস্তানের বিপক্ষে।’’

এই ওপেনার বলেন, ‘‘আমি তাকে (বিসিবির কর্মকর্তা) বললাম ভাই এটা তো ১২/১৩ দিনের কথা। আমি ১২/১৩ দিনের মধ্যে ভালে কন্ডিশনে থাকবো। আমি কি কারণে খেলবো না। তখন তিনি বলেন, ‘আচ্ছা তুমি যদি খেলো আমরা এই রকম একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি, তুমি যদি খেলো তাহলে তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো।’’

তামিম ইকবাল বলেন, ‘আপনারা জানেন আমি অবসরে যাই। অবসরে যাওয়ারও কারণ ছিল। প্রধানমন্ত্রীর কারণেই আমি আবার অবসর থেকে ফিরি। এই দুই মাস আমি প্রচণ্ড পরিমান কষ্ট করে নিজেকে ফিট করার চেষ্টা করি। ফিজিও ট্রেইনারা যারা ছিলেন তারা আমার সঙ্গে একমত হবেন যে, তারা আমাকে যা যা করতে বলছে যে সেশনে আমি তা তা করি নাই নিজেকে ফিট করার জন্য।’

এর আগে ফেসবুকে তামিম ইকবাল লিখেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

উল্লেখ্য, আজ বুধবার তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আরও এক চমক লাল-সবুজের সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন: বিশ্বকাপ দল ঘোষণা: তামিম বাদ, আছেন মাহমুদউল্লাহ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর