রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

ওবায়দুল কাদের বললেন, ক্যাপ্টেন আসতেছে…


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২৮ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের
Rajnitisangbad Facebook Page

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্যাপ্টেন আসতেছে। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আছেন। জাতিসংঘের অধিবেশন শেষ করে ক্যাপ্টেন আসছেন। তৈয়ার হয়ে যান ট্রেনিং নিয়ে। জোরদার খেলা হবে।’

আজ বুধবার কেরানীগঞ্জের জিনজিরা পুরোনো বাস স্ট্যান্ডে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বিএনপির দেশজুড়ে সন্ত্রাস-নৈরাজ্যের ষড়যন্ত্রের প্রতিবাদে’ এ কর্মসূচি পালন করে ঢাকা জেলা আওয়ামী লীগ।

বিএনপির ঢাকা দখলের হুঁশিয়ারির জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা শহর নাকি দখল করবে। আমরা প্রস্তুত আছি, ঢাকা শহর কারা দখল করবে দেখা যাবে। ঢাকা দখল করবে লাল-সবুজের পতাকা। লাল-সবুজের পতাকা হাতে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের মিছিল এই অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে চলবে।’

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের কোনো কর্মীদের কারও বাড়িতে, কারও গায়ে আঘাত করলে এবার পাল্টা আঘাত করা হবে। কোনো অবস্থাতেই এবার ছাড় দেওয়া হবে না।’

বিএনপির সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্না প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বক্তৃতা করতে দাঁড়ালেই মির্জা ফখরুলের চোখে কেবল পানি। কান্নায় কান্নায় বুক ভেসে যায়।’

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘কত মানুষকে কাঁদিয়েছেন আপনারা? কত মায়ের বুক খালি করেছেন, মানুষকে কাঁদিয়েছেন। এখন নিজেরা কাঁদেন।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আলটিমেটাম প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা আমাদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। কিন্তু খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিটও আপনারা রাস্তায় দাঁড়াতে পারেননি। সেই খালেদা জিয়া শেখ হাসিনার দয়া ও মহানুভবতায় বাসায় চিকিৎসা নিচ্ছেন। হায়াত-মউত আল্লাহর হাতে। আইনের বিষয়ে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী বলেছেন। আমি বলতে চাই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যতটা কথা বলেছে, তার চেয়েও বেশি রাজনীতি করেছে। সেটাই তাদের উদ্দেশ্য।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর