সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

বিএনপি ভাঙার চেষ্টা করে কোনো লাভ হবে না: ফখরুল


আজ দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ সেপ্টেম্বর, ২০২৩ ২:৩৬ : অপরাহ্ণ

সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে-এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দল কখন ভাঙতে যায়, অন্য প্রতিপক্ষ যখন নিজে দুর্বল হয়। সবল থাকলে তো এটা করবে না। আজকে সেজন্য আমাদের দলছুট, বহিষ্কৃত লোকজনদেরকে নিয়ে আবার দল তৈরি করে দল ভাঙছে। আমরা খুব পরিষ্কার করে বলি, এগুলো করে কোনো লাভ হবে না।’

আজ বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।

মার্কিন ভিসানীতর জন্য সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, ‘এর আগে র‌্যাবসহ (পুলিশের) নয়জনের ওপর স্যাংশন (নিষেধাজ্ঞা) হয়েছিল। এবার ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভিসানীতি কাদের বিরুদ্ধে হয়? যারা গণতন্ত্র হত্যাকারী ও দুর্নীতিবাজ। এই ভিসানীতিতে সাংবাদিক, বিচারপতি, আমলা, রাজনীতিবিদ, সেনাবাহিনী, প্রশাসনের কর্মকর্তা.. তাহলে বাদ পড়বে কে? এটি খুশির কথা নয়, লজ্জার। এরজন্য দায়ী এই কর্তৃত্ববাদী সরকার।’

আরও পড়ুন:

বাংলাদেশিদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু

নিষেধাজ্ঞা দিয়ে আ.লীগকে থামানো যাবে না, আমেরিকাকে হুংকার দিলেন কাদের

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ বলে, বিএনপি বিপদে আছে। বিএনপি কোনো বিপদে নেই, আন্দোলনের মাধ্যমে বিএনপি আরও শক্তিশালী হয়েছে। বিপদে আছে জনগণ। সরকার দেশের মূল সত্ত্বাকে ধ্বংস করে দিয়েছে। আমরা শুধু ভুখণ্ডের জন্য যুদ্ধ করিনি। একটি রাষ্ট্র কাঠামোর জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য যুদ্ধ করেছি।’

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বলে খালেদা জিয়া দণ্ডিত। কীসের দণ্ড? কীসের মামলা? যে দুই কোটির আত্মসাতের কথা বলা হয়েছে তা এখন নয়কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। আসলে খালেদা জিয়াকে রাজনীতিতে রাখা যাবে না। তাকে বাইরে রাখা যাবে না। জিয়া পরিবারের কথা শুনলেই তারা ভয় পায়। তারপরও তারা বলবে দেশে আইনের শাসন আছে। আবার বলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। তাদের কথা শুনলে পাগলও হাসে।’

রেস্টুরেন্টে, বিয়ে বাড়িতে সব জায়গায় গোয়েন্দা নজরদারি করা হচ্ছে-এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে রেস্টুরেন্টে বসে কথা বলা যায় না, বিয়ে বাড়িতে গিয়ে সাবধানে কথা বলতে হয়। কথা বলার ওপর নিরাপত্তা নির্ভর করে। টকশোতে যাওয়ার আগে সাবধান করে দেওয়া হয়। এমনকি ছেলেমেয়েকে তুলে নিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। কার বাসায় যাবো, কার সঙ্গে বসবো, কোন অনুষ্ঠানে যাবো সব জায়গাই নজরদারি।’

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘উন্নয়ন নিয়ে সরকার জনগণের সঙ্গে ছলচাতুরি করেছে। সব করেছে ঋণ করে। ঋণের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিয়ে আজকে সরকার বাহবা নিতে চায়। ঋণ করে পোলাও-মাংস খাওয়ার ভেতরে কোনো কৃতিত্ব নেই।’

প্রয়াত হান্নান শাহের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘১/১১’তে যখন খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতাদের জেলে নেওয়া হলো তখন তিনি নিজের জীবনবাজি রেখে যে ভূমিকা রেখেছেন জাতি তা আজীবন কৃতজ্ঞতা সাথে স্মরণ করবে। হান্নান শাহ যে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন তা পুনরুদ্ধার করতে পারলেই পরপারে থেকেও তিনি শান্তি পাবেন।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর