বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

নিষেধাজ্ঞা দিয়ে আ.লীগকে থামানো যাবে না, আমেরিকাকে হুংকার দিলেন কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৯:২৪ : অপরাহ্ণ
আজ রাজধানীর কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আমেরিকাকে হুংকার দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘কোনো দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না, মানবো না। আমরা কারও নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধানের। নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে থামানো যাবে না।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নিষেধাজ্ঞা এখন কেউ শোনে না। তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেন বন্ধ করতে পারে না। ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ কেন বন্ধ করতে পারে না।’

আরও পড়ুন: বাংলাদেশিদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু

আমেরিকার সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ নানা সমস্যায় জর্জরিত। ফিলিস্তিনে রক্ত ঝড়ছে, সুদানে খাদ্যাভাব, সোমালিয়ায় দুর্ভিক্ষ-এসব দেশে আমেরিকার কোনো ভূমিকা দেখা যায় না। তাদের যতো মাথাব্যথা বাংলাদেশ নিয়ে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কে নিষেধাজ্ঞা দিলো, তাতে আমাদের কিছু যায় আসে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি। ৭১-এ কেউ আমাদের থামাতে পারেনি, এখনও কেউ পারবে না।’

বিএনপি মহাসচিবকে কটাক্ষ করে ওবায়দুল কাদের বলেন, ‘নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর ভয় দেখায় মির্জা ফখরুল। কী আশ্চর্য ঘটনা। মনে হয় আমেরিকা তাকে এজেন্সি দিয়েছে।’

আরও পড়ুন: ভিসানীতিতে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির লোকেরা এখন আড়ালে বসে হুমকি দিচ্ছে। কি করবে? ঢাকা দখল করবে? আমরাও প্রস্তুত আছি কারা দখল করবে দেখা যাবে। ঢাকা দখল করবে লাল সবুজের পতাকা। আঘাত করলে পাল্টা আঘাত করা হবে। কোনো ছাড় হবে না।’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি খালেদার অসুস্থতার চেয়েও তাকে নিয়ে বেশি রাজনীতি করতে চেয়েছে। সেটাই তাদের উদ্দেশ্য।’

আরও পড়ুন: ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রাঙ্গা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর