বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১ | ১৪ রজব, ১৪৪৬

মূলপাতা খেলা

বিশ্বকাপ দল ঘোষণা: তামিম বাদ, আছেন মাহমুদউল্লাহ



নিজস্ব ক্রীড়া প্রতিবেদন
প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ

খবরটা আগেই ছড়িয়ে পড়েছিল। পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। অবশেষে সেটাই সত্যি হলো।

৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া পঞ্চাশ ওভারের বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের ম্যাচের পর বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে।

ঘোষিত স্কোয়াডে তামিমের জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম স্থান পেয়েছেন।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন বিশ্বকাপের এই দলে। এছাড়া পেস আক্রমণে জায়গা হয়েছে তানজিম হাসান সাকিবের।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত (সহ অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর