বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে কাল থেকে কলেরা টিকাদান শুরু



রাজনীতি সংবাদ প্রতিবেদক,চট্টগ্রাম প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৬ : পূর্বাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম নগরীতে আগামীকাল রোববার থেকে কলেরা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে চট্টগ্রাম নগরীর দুই শহরে (বন্দরটিলা ও দক্ষিণ হালিশহর) কলেরা টিকাদান শুরু হবে।

বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর এলাকার ৪৫টি কেন্দ্রে এক লাখ ৩৫ হাজার মানুষকে কলেরা টিকার প্রথম ডোজ দেয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। যা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান চলবে।

দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কোম্পানির তৈরি ইউভিকল প্লাস নামের দুই ডোজের এই টিকা মুখে খেতে হবে। তবে ১ বছরের কম বয়সী শিশুরা এই টিকা গ্রহণ করতে পারবে না।

গর্ভবতী নারী এবং যারা বিগত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা গ্রহণ করেছেন, তারা ব্যতীত সবাই এ টিকা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। কমপক্ষে ১৪ দিন পর এই টিকা দেওয়া যায়। তবে এই টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না।

জানা গেছে, কলেরা একটি ডায়রিয়াজাতীয় খাদ্য ও পানিবাহিত রোগ। নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অপ্রতুলতা কলেরা রোগের প্রাদুর্ভাবের জন্য বিশেষভাবে দায়ী। এটি দেহে দ্রুত পানিশূন্যতার সৃষ্টি করে এবং সময়মতো চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

প্রতিবছর পৃথিবীতে প্রায় ১৩ থেকে ৪০ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়। বাংলাদেশসহ আটটি উন্নয়নশীল দেশে বছরে প্রায় এক লাখেরও বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়। চট্টগ্রামের বন্দর থানা এলাকায় কলেরার প্রাদুর্ভাব অনেক বেশি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর