বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

রংপুরে তারুণ্যের রোডমার্চে ফখরুল

এখনই সংসদ ভেঙে দিন, নির্বাচন কমিশন বিলুপ্ত করুন


রাজনীতি সংবাদ প্রতিনিধি, রংপুর প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১:০৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের দাবি একটাই-এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তাই বিনীত অনুরোধ করবো, এখনই সংসদ ভেঙে দিন। দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রংপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে রোডমার্চ কর্মসূচির উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকার পতনের এক দফা দাবিতে রংপুরে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে ‘তারুণ্যের রোডমার্চ’ শুরু হয়েছে। আজ বিকেলে দিনাজপুরে গিয়ে এই রোডমার্চ শেষ হবে।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে আর নির্বাচন হতে দেওয়া হবে না। দেশের মানুষ সরকারকে আর দেখতে চায় না। পদত্যাগ না করলে সরকার জনগণের আন্দোলনের তরঙ্গে ভেসে যাবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন করতে পারি তাহলে আমরা একটি জাতীয় সরকার গঠন করবো।’

মির্জা ফখরুল বলেন, ‘‘এর আগে শফিউল আলম প্রধান বলেছিলেন, ‘২০১৪ সালে কুত্তা মার্কা নির্বাচন হয়েছে।’ কারণ তখন ভোটকেন্দ্রে শুধুমাত্র কুকুর ছিল। সুতরাং আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।’’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার বলছে, তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবার সুষ্ঠু হবে। কিন্তু আমরা দেখেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।’

মির্জা ফখরুল বলেন, ‘বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আদালতে গেলে জামিন দেয়া হয় না বিরোধী আন্দোলনকারী দলগুলোকে।’

রোডমার্চপূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

আগামীকাল রোববার সকাল ৯টায় বগুড়া শহরের চার রাস্তার মোড় থেকে শুরু করে রাজশাহীতে শেষ হবে দিনের রোডমার্চ।

এর আগে দেশের ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরপর ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।

আরও পড়ুন: বিএনপির উপদেষ্টা পরিষদসহ গুরুত্বপূর্ণ পদে রদবদল

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর